দৌলতদিয়া-পাটুরিয়ার ফেরিতে দুর্বৃত্তদের দৌরাত্ম্য

Passenger Voice    |    ০১:১৮ পিএম, ২০২৪-০১-১৬


দৌলতদিয়া-পাটুরিয়ার ফেরিতে দুর্বৃত্তদের দৌরাত্ম্য

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে প্রতিদিন কয়েক হাজার যানবাহন পারাপার করতে সার্বক্ষণিক ফেরি সার্ভিস চালু থাকলেও চলাচলকারী ফেরিগুলোতে নিয়মিত পুলিশি পাহারার ব্যবস্থা নেই। এই সুযোগে ওই নৌপথে দুর্বৃত্তদল ফের সক্রিয় হয়ে উঠেছে।

বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট অফিস ও ঘাটসংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়, ওই নৌপথে দিন-রাত সার্বক্ষণিক ফেরি সার্ভিস চালু থাকলেও চলাচলকারী ফেরিগুলোতে নিয়মিত পুলিশি পাহারার ব্যবস্থা নেই। এই সুযোগে উভয় ঘাট এলাকার একদল দুর্বৃত্ত রাতের অন্ধকারে ট্রলার নিয়ে এসে যাত্রীবেশে চলন্ত ফেরিতে গিয়ে ওঠে।

পরে সুযোগ বুঝে ফেরিতে মোমের আলো জ্বালিয়ে নিজেদের মধ্যে নগদ টাকার জুয়া খেলার আসর বসায় তারা। প্রলুব্ধ হয়ে ওই জুয়া খেলায় অংশগ্রহণ করে ফেরির যাত্রীদের অনেকেই। সেখানে জুয়া খেলার ওই ফাঁদে ফেলে সংশ্লিষ্ট যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসেটসহ মূল্যবান জিনিস ছিনিয়ে নেয়। শেষে ঘাটে ভেড়ার আগেই চলন্ত ফেরি থেকে ট্রলারে নেমে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।

এ প্রসঙ্গে দৌলতদিয়া ঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সিরাজুল কবির বলেন, ‘দৌলতদিয়া ও পাটুরিয়ায় নৌ পুলিশের দুটি ফাঁড়িতেই ফোর্স সংকট রয়েছে। পাটুরিয়া ঘাট ফাঁড়িতে কোনো স্পিডবোট নেই। দৌলতদিয়া ঘাট ফাঁড়ির একটি স্পিডবোট থাকলেও দীর্ঘদিন ধরে তা বিকল হয়ে আছে। তাই ফেরিসহ নৌপথে নিয়মিত পুলিশি টহলব্যবস্থা রাখা সম্ভব হচ্ছে না।

তবে চলন্ত ফেরিতে জুয়াড়ি, ছিনতাই ও পকেটমার দলে জড়িতদের গ্রেপ্তার করার জন্য আমরা জোর চেষ্টা চালাচ্ছি।’

প্যা/ভ/ম